Header Ads

Header ADS

১৭৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

আগের ম্যাচেই আফগানিস্তানের কাছে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে নবীন সদস্য দেশটির কাছে হারের হতাশা কাটিয়ে উঠতে না উঠতেই সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের মোকাবিলায় নামে মাশরাফি-সাকিবরা। এ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভারতীয় দলের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খুব বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি তারা। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ১৭৪ রানের লক্ষ্য দিয়েছে লাল-সবুজের দল।
আজ শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে। দলীয় ১৬ রানের মধ্যেই দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে। সে ধারাবাহিকতায় ১০১ রানের মধ্যে সাত উইকেট হারায় তারা।
কিন্তু অষ্টম উইকেটে মাশরাফি বিন মুর্তজা ও তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ কিছুটা দৃঢ়তা দেখান। তারা ৬৬ রানের জুটি গড়ে দলকে একটা সম্মানজনক সংগ্রহের পথ দেখান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.