Header Ads

Header ADS

নওগাঁ জেলার আলতাদিঘী জাতীয় উদ্যান হয়ে উঠেছে পর্যটকদের দর্শনিয় স্থান ।

নওগা জেলা অন্তরগত ধামইরহাট উপজেলার বাংলাদেশ ভারত সিমান্তবর্তী সূপ্রাচিন একটি জলাশয় জার নাম আলতাদিঘী। নওগা জেলার ঐতিহাসিক এবং গুরুত্তপুর্ন স্থানগুলুর মধ্যে আলতাদিঘী জাতীয় উদ্যান অন্যতম একটি নিদর্শন। নওগা জেলার এই দিঘীর ন্যায় বৃহৎ  ও মনোমুগ্ধকর দিঘী আর নেই বললেই চলে।


 শালবন এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদে পরিপূর্ণ ২৬৪.১২ হেক্টর জমির বনভূমির ঠিক মাঝখানেই রয়েছে  ৪২.৮১ একর আয়তনের এই বিশাল দিঘী।  পরিবেশ ও বন মন্ত্রণালয় ২০১১ সালে এই জায়গা কে 'আলতাদিঘী জাতীয় উদ্যান' হিসাবে ঘোষণা করেন।

নওগাঁ জেলা শহর থেকে প্রায় ৬১ কিঃ মিঃ  উত্তর ভারতীয় সীমান্তের কোল ঘেঁষে এবং জয়পুরহাট জেলা শহর থেকে ১৯ কিঃ মিঃ পশ্চিমে এই জাতীয় উদ্যানটির অবস্থান।

ভিডিও টি দেখার জন্য  Play button এ ক্লিক করুন । আথবা এখানে ক্লিক করুন


1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.