Header Ads

Header ADS

সালমানের ‘রেস’ থেকে সরে গেলেন রেমো

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড বাবল জানিয়েছে, কিছুদিন আগে এক সাক্ষাৎকারে রেমো স্বীকার করে নিয়েছিলেন যে গল্পে অনেক গলদ ছিল। কিন্তু এ-ও বলেছেন, তিনি অনেক বাজে ছবি দেখেছেন, যেগুলো বক্স অফিসে সাফল্য পেয়েছে।
রেমো এ-ও স্বীকার করে নিয়েছেন যে, সালমান খানের চরিত্রকে ঠিকমতো ফুটিয়ে তুলতে পারেননি তিনি। চিত্রনাট্যের আরো উন্নয়ন দরকার ছিল।

রেমো ডি সুজা আরো বলেছিলেন, তিনি সব বিষয়ে অবগত। আর এখন পরবর্তী ছবির দিকে মনোযোগ দিচ্ছেন তিনি। ভক্তরাও রেসের চতুর্থ কিস্তির জন্য অপেক্ষা করছেন।
তবে সম্প্রতি না কি সুপারস্টার সালমান খান ও পরিচালক রেমো ডি সুজার মধ্যে সম্পর্ক শীতল হয়েছে। তিনি ‘রেস-৪’ প্রজেক্ট থেকে বেরিয়ে যেতে চাইছেন। আগামী বছর এ ছবিটি মুক্তির কথা রয়েছে।
একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, ‘রেস-৪-এর শুটিং চলাকালে বারবার সালমান খানের নির্দেশ মানতে হয়েছে রেমোকে। এমনকী অনিল কাপুরসহ সব অভিনেতাকে সালমানের নির্দেশনা মানতে হয়েছে। রেমো মনে করছেন, এই প্রকল্পটি তাঁর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কিন্তু এ ব্যাপারে তাঁর কিছুই করার নেই।
‘যখন সালমান খান নির্দেশনা দেন, তখন হয় তা মানতে হবে, নয় ছেড়ে চলে যেতে হবে। টিউবলাইট ছবির পর সালমান খানের সঙ্গে আর কখনো কাজ করেননি কবির খান। রেমোও রেস-৪ ছবিতে আর ফিরবেন না।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.