মেঘ পাহাড় ঝরনার রূপে মুগ্ধ করা মেঘের রাজ্য মেঘালয়
চারদিকে উঁচু পাহাড় আর সবুজ পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝরনা, পাশাপাশি মেঘেদের অবিরাম ছোটাছুটি। আবার কখনো মেঘের শীতল স্পর্শ আপনার মনে জাগিয়ে তুলতে পারে অন্য রকম এক অনুভুতি । বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী ভারতের ২১তম রাজ্য মেঘালয়ের
পাহাড়, ঝরনা, বৃষ্টিস্নাত সবুজ প্রকৃতি ইত্যাদি মিলে প্রকৃতি যেন আরেক স্বর্গ রচনা করেছে এখানে। দেখলে যেন মনে হবে এ যেন এক নতুন পৃথিবী।
বছরে ছয় থেকে সাত মাস মেঘালয় মেঘে ঢাকা থাকে। প্রাকৃতিক সৌন্দের্যে ঘেরা উচু পাহাড়, ঝরনা, পাহাড়ি আঁকাবাঁকা পথ এইসব দেখার জন্য নিয়মিত ছুটে আসছে দেশ বিদেশের পর্যটক।
নিজের ভ্রমণপিপাসু মনের তৃষ্ণা মেটাতে বেশ কয়েকদিনের জন্য আপনিও ঘুরে আসতে পারেন ভারতের এই মেঘের রাজ্য মেঘালয় থেকে।
কোন মন্তব্য নেই