রশিদ, হাসান ও আসগরকে ডিমেরিট পয়েন্ট
সাইট আপডেটের কাজ চলছে । এই নিউজটি পরীক্ষামূলক কপি পেষ্ট করে পোষ্ট করা হয়েছে । । অতি শিগ্রই আমাদের কার্যক্রম পুরুপুরিভাবে শুরু হবে ।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেকার শুক্রবারের সুপার ফোরের ম্যাচটি ছিল দারুণ উত্তেজনার। পাকিস্তানের জয় পাওয়া ম্যাচটিতে আলাদা আলাদা তিনটি ঘটনায় শাস্তির মুখে পড়তে হয়েছে পাকিস্তান পেসার হাসান আলি, আফগানিস্তান অধিনায়ক আসগর আফগান ও স্পিনার রশিদ খানকে। তিন জনকেই ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তিন জনেরই নামের পাশে যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।
আফগানিস্তান ইনিংসের ৩৩তম ওভারে বল করছিলেন হাসান আলি। ব্যাটিংয়ে তখন হাসমতউল্লাহ শহিদি। এসময় হাসানের বলে হাসমতউল্লাহ স্ট্রেইট ড্রাইভ করেছিলেন। বল যায় হাসানের কাছেই। কিন্তু হাসান বল ধরেই হাসমতউল্লাহর দিকে থ্রো করার ভঙ্গি করেন। ফলে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১.১ ধারা ভাঙার দায়ে অভিযুক্ত করা হয় হাসানকে।
আসগর আফগানও হাসানের মতো একই ধারা ভাঙার দায়ে অভিযুক্ত হয়েছেন। এবং ঘটনাটা ঘটেছে হাসানের সঙ্গেই। রান নেওয়ার সময় বোলার হাসানকে মৃদু ধাক্কা দিয়েছিলেন আসগর। এদিকে রশিদ ভেঙেছেন আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১.৭ ধারা। ৪৭তম ওভারে আসিফ আলিকে আউট করে তার দিকে তর্জনী উঁচিয়ে রেখেছিলেন বেশ কিছু সময়। এসময় ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরার ইঙ্গিত করেন তিনি।
হাসান এবং রশিদ এই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন। তবে আসগর আফগান এনিয়ে দ্বিতীয়বারের মতো ডিমেরিট পয়েন্ট পেলেন। গেল বছর ফেব্রায়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন আসগর।
কোন মন্তব্য নেই