ভারতে যৌন নির্যাতকদের তথ্যভাণ্ডার, সাড়ে ৪ লাখ নাম
সাইট আপডেটের কাজ চলছে । এই নিউজটি পরীক্ষামূলক কপি পেষ্ট করে পোষ্ট করা হয়েছে । । অতি শিগ্রই আমাদের কার্যক্রম পুরুপুরিভাবে শুরু হবে ।
নারীদের যৌন হয়রানি রোধে ভারত যৌন নিপীড়কদের একটি তথ্যভাণ্ডার চালু করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এই তথ্যভাণ্ডার ব্যবহার করতে পারবে, সাধারণ মানুষ নয়। এটিতে এখন পর্যন্ত চার লাখ ৪০ হাজার ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
ধর্ষণ, গণধর্ষণ, শিশুদের যৌন নিপীড়ন ও যৌন হয়রানির দায়ে দণ্ডিতদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তথ্যভাণ্ডারে ধর্ষকদের নাম, ঠিকানা ও আঙ্গুলের ছাপ সংরক্ষণ করা হয়েছে।
‘ন্যাশনাল ডাটাবেজ অন সেক্সুয়াল অফেন্ডারস যৌন আক্রমণের মামলা তদন্তে সাহায্য করবে’ বলে মন্তব্য করে মন্ত্রণালয়।
সম্প্রতি বেশ কয়েকটি নৃশংস ধর্ষণ ও হত্যা মামলায় ভারতজুড়ে তোলপাড় শুরু হওয়ার পর এই তথ্যভাণ্ডার তৈরি করল কর্তৃপক্ষ।
ভারত সরকারের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী ২০১৬ সালে সেখানে গড়ে প্রতিদিন ১০০টি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। সেখানে ধর্ষণের সাজা হিসেবে মৃত্যুদণ্ড চালু করার কথাও বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশে ধর্ষণ, যৌন হয়রানি ও শিশুদের যৌন নিপীড়নের আসামিদের তথ্যভাণ্ডার অনেক আগে থেকেই চালু আছে।
কোন মন্তব্য নেই