আফগানিস্তানকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
আফগানিস্তানকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
ডিডিএন অনলাইন টিভি নিউজঃ কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে জয় তুলে নিল বাংলাদেশের টাইগার ক্রিকেটাররা। কঠিন পরিক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিল আজকের বোলাররা। শুরুতে ২ উইকেটের পতন হলেও ধারাবাহিকভাবে উইকেটতুলতে পারছিলনা বোলাররা। এর ফলে চাপ বেড়েই চলছিল বাংলাদেশি বোলারদের।
২৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া আফগানিস্তানকে পথ দেখিয়ে যাচ্ছিলেন শুরুতে জীবন পাওয়া শেহজাদ। কিন্তু রিয়াদের বলে শেষ রক্ষাটা হয় নি শেহজাদের। পরর্বতিতে শাহিদি ( ৭১) এবং আসঘার (৩৯) কে আউট করেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং প্রথম বাংলাদেশি হিসাবে ২৫০ উইকেটের মাইলফলক আর্জন করেন । ধিরে ধিরে আফগান বাহিনিরা চাপের মুখে পরতে থাকে। মারমুখি হয়ে খেলতে থাকা মোহাম্মদ নাবি কে আউট করেন সাকিব । ধিরে ধিরে ম্যাচ এক নাটকিয় মোর নেয় কি হবে বলা মুসকিল ছিল । লষ্ট ওভারে যখন ৮ রানের প্রয়োজন তখন মাশরাফি বল করার জন্য মুস্তাফিজ কে পাঠান। গ্যালারীতে তখন আফগান ভক্তদের উল্লাস কিন্তু এই উল্লাস বেশিক্ষন পর্যন্ত ধরে রাখতে দেইনি মুস্তাফিজুর রহমান। রাসিদ খান কে ৫ রানে অউট করে লাস্ট ১ বলে যখন ৪ রান লাগে তখন ডট বল দিয়ে বাংলাদেশকে জয়ের প্রান্তে নিয়ে যান ।
কোন মন্তব্য নেই