Header Ads

Header ADS

ইমরুল-রিয়াদের জুটিতে ঘুরে দারালো বাংলাদেশ

ইমরুল-রিয়াদের জুটিতে ঘুরে দারালো বাংলাদেশ

৬ষ্ঠ উইকেট জুটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়ার নতুন রেকর্ড গড়লেন ইমরুল-রিয়াদ। ১৯ বছরের  রেকর্ড ভেঙ্গে এমন রেকর্ড গরলেন ইম্রুন এবং রিয়াদ । এর আগে ৬ষ্ঠ উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ  ১২৩ রানের রেকর্ড করেছিলেন আল শাহরিয়ার রোকন এবং খালেদ মাসুদ পাইলট  ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এমন রেকর্ড বহু বছর পর দেখলেন ক্রিকেট ভক্ত বাংগালীরা। দলের  কঠিন বিপর্যয়কর মুহূর্তে এই নতুন রেকর্ডটি গড়লেন রিয়াদ এবং ইমরুল।


যেখানে বাংলাদেশের ঘুরা দারানো মুসকিল হয়ে উঠেছিল সেখানে  ইনিংসে মিডল অর্ডারে অসাধারণ ব্যাটিং করে আফগানিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর এনে দিয়েছেন দলের এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান । ২১তম ওভার থেকে  ৪৭তম ওভার পর্যন্ত ব্যাট করলেন এই দুজন ব্যাটসম্যান । ৮১ বলে ৭১ রান করে অউট হয়ে যান রিয়াদ, এই দিকে দল থেকে ছিটকে পড়া ইম্রুল কায়েস  ৮৯ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন । এখন শুধু শেষের ভালোটা দেখার আসা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.